ইরানের পাল্টা মিসাইল হামলার পর নতুন হামলার হুমকি ইসরায়েলের
ইসরায়েলের ওপর ইরানের ড্রোন ও মিসাইল হামলার পাল্টা হিসেবে তেল আবিব আরও হামলার হুমকি দিয়েছে। শনিবারের ওই পাল্টা হামলায় অন্তত তিনজন নিহত ও ডজনখানেক মানুষ আহত হয়। এই উত্তেজনার সূত্রপাত ঘটে শুক্রবার, যখন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিস্ফোরক হামলা চালায়।
ইসরায়েল দাবি করেছে, গত দুই দিনে চালানো শত শত বিমান হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত ৯ জন শীর্ষ বিজ্ঞানী ও সামরিক জেনারেল নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানের জাতিসংঘ দূত জানিয়েছেন, এ হামলায় ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
ওমানে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা বাতিল
রবিবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনা হবার কথা ছিল। তবে ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে তা বাতিল হয়েছে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, চলমান পরিস্থিতিতে এমন আলোচনার কোনো যৌক্তিকতা নেই।
মিসর-তুরস্কের হুঁশিয়ারি: গোটা অঞ্চলে অশান্তির ঝুঁকি
মিসর ও তুরস্কের রাষ্ট্রপ্রধানরা ইসরায়েলের এই আক্রমণাত্মক নীতিকে মধ্যপ্রাচ্যে একটি “সম্পূর্ণ বিশৃঙ্খলা” ডেকে আনার হুমকি হিসেবে দেখছেন। তারা অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন।
ইরানের গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা
ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডের একটি পরিশোধনাগারে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়েছে বলে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স ও তাসনিম জানিয়েছে। এটি ইরানের তেল ও গ্যাস শিল্পে প্রথম হামলা হতে পারে বলে ধারণা।
‘অপারেশন রাইজিং লায়ন’: ইসরায়েলের ইতিহাসের গভীরতম আঘাত
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, “অপারেশন রাইজিং লায়ন”-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় তারা ইরানের ভেতরে ৪০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে অন্তত ২০ জন শীর্ষ ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছেন।
রাশিয়ার শান্তির প্রস্তাব
রাশিয়া জানিয়েছে, ইরান-ইসরায়েল উত্তেজনা নিরসনে তারা আলোচনার জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানি counterpart-এর সঙ্গে আলোচনা করেন। রাশিয়া এই সংঘর্ষকে জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে।
বিশ্বনেতাদের উদ্বেগ ও কূটনৈতিক তৎপরতা
-
যুক্তরাজ্য ও সৌদি আরব উত্তেজনা কমাতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।
-
পোপ লিও চতুর্দশ শান্তির আহ্বান জানিয়ে বলেছেন, “পারমাণবিক হুমকিমুক্ত একটি নিরাপদ বিশ্ব গড়ে তুলতে পারস্পরিক সম্মান ও সংলাপই একমাত্র পথ।”
নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ভয়াবহ ক্ষতি
স্যাটেলাইট ছবি অনুযায়ী, ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ব্যাপক ধ্বংসের চিহ্ন পাওয়া গেছে। বেশ কিছু ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যা স্থাপনাটির বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত হত। যদিও ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কক্ষে বড় ক্ষতি হয়নি বলে ধারণা।
বিমানবন্দর ও জাদুঘর খুলে দেওয়া বা বন্ধ রাখা
-
ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এখনো বন্ধ রয়েছে।
-
মিসরের গ্র্যান্ড মিউজিয়াম এর উদ্বোধন এই সংঘর্ষের কারণে ২০২৫ সালের শেষ প্রান্তিকে পিছিয়ে দেওয়া হয়েছে।
-
সিরিয়া, জর্ডান ও লেবানন তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে।
ইসরায়েলি হামলায় আরও দুই ইরানি জেনারেল নিহত
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন জেনারেল গোলামরেজা মেহরাবি এবং জেনারেল মেহদি রাব্বানি। এদের মধ্যে একজন ছিলেন ইরানি সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের উপপ্রধান।
জর্ডানে পড়ে যাওয়া বস্তু, তিনজন আহত
ইসরায়েল-ইরান হামলার মধ্যে জর্ডানের ইরবিড শহরে একটি বস্তু পড়ে তিনজন আহত হয়েছেন। সেটি ঠিক কী ছিল, তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি ইরান থেকে ছোড়া মিসাইল বা ড্রোনের অংশ হতে পারে।
সারসংক্ষেপ:
মধ্যপ্রাচ্য আজ উত্তপ্ত। ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলা গোটা অঞ্চলকে এক অনিশ্চিত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতিতে বিশ্ব নেতাদের আহ্বান, “যুদ্ধ নয়, শান্তি হোক সমাধান।”
Leave a Reply